নওয়াপাড়া ইউনিয়নে প্রকাশ্যে বাজেট ঘোষণা
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে ২০১৮-১৯ সালের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে জনসম্মুখে উক্ত বাজেট প্রকাশিত হয়। নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মুখার্জ্জি মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরৎ ঘোষ, নাজমুস শাহাদাত নফর বিশ্বাস। বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কাশেম, আকবর আলী, মনিরুজ্জামান মনি, স্থানীয় সুধীজন আব্দুস সামাদ, শাহাবুদ্দিন মাস্টার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচলনা ও বাজেট পাঠ করেন ইউপি সচিব শেখ কামরুজ্জামান। অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ সালের ২,৩৭,৬৩,৪০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিগত বছরে ভালো কাজ করার গ্রামপুলিশ আবু বকর সিদ্দিক ও আবু সাঈদকে পুরস্কৃত করা হয়।