জলবায়ু সহনশীল ইউনিয়ন গঠন করার লক্ষ্যে বাজেট ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তি :
জলবায়ু সহনশীল ইউনিয়ন গঠন করার লক্ষ্যে ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নে ২০১৮-২০১৯ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)সাতক্ষীরা, উপস্থিত ছিলেন সুজন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত), বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস.এম মহসীন উল মূলক, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শ্যামনগর উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, সহ-সভাপতি কার্যকরী পরিষদ লিডার্স, অসীম কুমার জোয়ারদার, প্রাক্তন চেয়ারম্যান ও সহ-সভাপতি আওয়ামীলীগ শ্যামনগর, অনিমেষ হালদার, অফিসার ইনচার্জ, বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ী, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মণ্ডল, ইউপি সদস্যবৃন্দ, সরকারী কর্মকর্তা, সাংবাদিক এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সভায় অতিথিরা বুড়িগোয়ালিনী ইউনিয়ন কে জলবায়ু সহনশীল ইউনিয়ন গঠন করার লক্ষ্যে বাজেট প্রণয়নের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বিভিন্ন প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উন্মুক্ত বাজেট এর মাধ্যমে ২,২৪,৫০,৩৩০/= (দুই কোটি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার তিনশত ত্রিশ)টাকা ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি নিরসনের জন্য প্রকল্প গ্রহণ করার প্রস্তাব করা হয়। যার মধ্যে জরুরী অবস্থা মোকাবেলার জন্য ৩০,০০০ টাকা বাজেট উল্লেখ করা হয়। ইউনিয়ন পরিষদ কে উন্মুক্ত বাজেট ঘোষণা ও জলবায়ু সহনশীল ইউনিয়ন গঠন করার জন্য দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড অর্থায়নে স্থানীয় সংগঠন লিডার্স সহযোগিতা প্রদান কর যাচ্ছে।