খানপুরে মাঠ দিবস অনুষ্ঠিত
নাজমুল শাহাদাৎ(জাকির):
‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে চাষি পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সাতক্ষীরা সদর উপজেলার খানপুরে কৃষকদের অংশগ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খানপুর হাফিজিয়া ও এতিমখানা ময়দানে এ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান । বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির প্রশিক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন খানপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তয়জুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ।