কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি :
ঐতিহ্যবাহী কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ১১ রমজান ২৮ মে বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার মাহফিল দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কয়সার সুমন, চ্যানেল ২৪ সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আমেনা বিলকিস ময়না, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নুর আহম্মেদ মাছুম, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হোসেন, দৈনিক সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাছুম, প্রেসক্লাবের সহ-সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, কালিগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুল খালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার উদযাপন কমিটির আহবায়ক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ। ইফতার পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকরাম হুসাইন, বাজার গ্রাম দিদার ইলাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল গফুর। দোয়া ও মোনাজাত পরিচালনা থানা মসজিদের পেশ ইমাম আশরাফুল ইসলাম আজিজি। ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন ইফতার উদ্যান কমিটির সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, আব্দুল করিম মামুন হাসান, শেখ আবু হাবিব, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ ইমার আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, পেশাজীবী, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।