কলারোয়ায় ছাত্রলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ইমরানের উপর হামলাকারীদের শাস্তি দাবি
কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ায় দলীয় কোন্দলে হামলায় আহত উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনকে হাসপাতালে দেখতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেলসহ নেতৃবৃন্দ।
এসময় তারা আহত ছাত্রলীগ সভাপতি শেখ ইমরান হোসেনের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে আহবান করেন।
এদিকে, হামলার খবর পেয়ে ওইদিন সাথে সাথে হাসপাতালে ছুটে যান তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানান।