কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন
কামরুল হাসান,কলারোয়া :
কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের উপস্থিতিতে চেয়ারম্যানদের বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২৬ মে বেলা সাড়ে ৩টার সময় কলারোয়া কাছারী মসজিদের সামনে সন্ত্রাসীরা আকস্মিক ভাবে ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনকে এলোপাতাড়িভাবে লোহার রড, চাপাতি দিয়ে মারপিট জখম করা হয়েছে। বর্তমানে আহত ইউপি চেয়ারম্যান কলারোয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। এঘটনার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন পত্রে স্বাক্ষর করেছেন উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, জালালাবাদ ইউপির(ভারপ্রাপ্ত)চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান।
সংবাদ সম্মেলনে বলা হয় কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের উপর হামলার ঘটনায় প্রতিবাদ ও হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে।