কুল্যায় বিভিন্ন মসজিদ ও মন্দিরে জেলা পরিষদের বরাদ্দ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মন্দিরে জেলা পরিষদের অর্থ বরাদ্দের পত্র হস্তান্তর করা হয়েছে। জেলা পরিষদের সদস্য এস এম দেলোয়ার হুসাইন বরাদ্দপত্র হস্তান্তর করেন।
শুক্রবার বাদ জুম্মা কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর জামে মসজিদের উন্নয়নের জন্য জেলা পরিষদের বরাদ্দকৃত ২ লক্ষ টাকার ১ম কিস্তির এক লক্ষ টাকা বরাদ্দের পত্র হস্তান্তর করা হয়। এসময় মসজিদ কমিটির সভাপতি মোর্তজা বাবু, প্রাক্তন মেম্বার আঃ সাত্তার, পুলিশিং কমিটির সেক্রেটারী শহিদুল ইসলাম, শ্রমিকলীগ সেক্রেটারী ফারুক হোসেন, আলোর দিশারী সভাপতি জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিক বিকালে আইতলা জামে মসজিদ ও বাবলুর মোড় আল-মদিনা নূরে জামে মসজিদের জন্য বরাদ্দপত্র প্রদান করা হয়। জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসাইন এই পত্র হস্তান্তর করেন।
এ সময় আছাফুর রহমান, হাফিজুল ইসলাম, সাবেক মেম্বার মাহবুবুর রহমান, ইউপি সদস্য নূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বাহাদুরপুর পাঞ্জেগানা মসজিদ, বাহাদুরপুর ঋষিপাড়া মন্দির, মাদারবাড়িয়া জামে মসজিদ, আগরদাড়ী হাজীবাড়ি জামে মসজিদ, আগরদাড়ি মোল্যাবাড়ী জামে মসজিদ ও আগরদাড়ি রহিমীয়া জামে মসজিদের জন্য জেলা পরিষদের অনুরুপ বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।