কালিগঞ্জে স্বেচ্ছাব্রতীদের নিয়ে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
তরিকুল ইসলাম লাভলু :
কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন, মাদক বিরোধী, শিশু বিবাহ, ইভটিজিং বিরোধী, বৃক্ষরোপণ, জলাবদ্ধতা নিরসন ও স্থায়ীত্বশীল অবকাঠামো নির্মাণের লক্ষ্য অর্জনে স্বেচ্ছাব্রতীদের নিয়ে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় মৌতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও মৌতলা ইউনিয়ন এ্যাকটিভ সিটিজেন এর বাস্তবায়নে পানিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা তথ্য-প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর হান্টুর সঞ্চালনায় এবং মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের পরিচালক ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ আব্দুর রউফ মাস্টার, ইউপি সদস্য মাহফুজা পারভীন খুকু, পানিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ¦ আব্দুল হামিদ সরদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, উপজেলা তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধরন সম্পাদক আতিকুর রহমান, উপজেলা তথ্য-প্রযুক্তিলীগের যুগ্ম সম্পাদক আব্রহাম লিংকন সহ এনজিও প্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যাক্তি, শিক্ষক, ইমাম, এলাকার তরুন-তরুনী, সুধি ও সাংবাদিকবৃন্দ।