দেবহাটায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন-সাধারণ সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন, দেবহাটা সরকারী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। অনুষ্ঠানে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ২০১৮ এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজয়ী ১২ জন ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া গত এস এস সি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ২৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা কমিটির সদস্য সচিব আব্দুল হাই।