কলারোয়ায় মুক্তিযোদ্ধা ইউনুচ আলী সরদার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আলী সরদার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত আজগার আলীর সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আলী সরদার(৭০) বুধবার বেলা ১টার দিকে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। যার মুক্তিযোদ্ধা গেজেট নং-১৯৫৬। ওই দিন বেলা ৪টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও কলারোয়া থানার এসআই জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরে যথাযোগ্য মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
Please follow and like us: