আশাশুনির পাইথালীতে কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার পাইথালী গ্রামের তমালতলা নামক স্থানে কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসাণ অধিদপ্তর আশাশুনি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ব্লুগোল্ড কর্মসূচির আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রযুক্তি হস্তান্তর (ডিএই অঙ্গ) প্রকল্পের আওতায়, রবি/২০১৭-১৮ মৌসুমে বাস্তবায়িত, পাইথালী মোড়ল পাড়া ব্লুগোল্ড কৃষক মাঠ স্কুলের এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান। আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আঃ গনি। উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষক সহায়তাকারী শামিমা খাতুন, গনেশ চন্দ্র ও কৃষক রাজা হোসেন বক্তব্য রাখেন। এরআগে ২০ সেশানে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকরা বিভিন্ন বুথে প্রশিক্ষণ পাওয়া বিষয়াদি প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করেন। সবশেষে প্রশিক্ষণপ্রাপ্ত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত ও সকল প্রশিক্ষণ প্রাপ্তকে সনদপত্র প্রদান করা হয়।