আইফোন জব্দ, প্রতিবাদে সড়ক অবরোধ
ডেস্ক রিপোর্ট:
রাজস্ব ফাঁকি ও লাগেজ পার্টির মাধ্যমে আনা প্রায় ১০০টি অবৈধ আইফোন জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। এর প্রতিবাদে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা পান্থপথ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বুধবার বেলা ১১টায় রাজধানীর উত্তরা, গুলশান এবং ১২টার দিকে বসুন্ধরা সিটিতে অভিযান শুরু করে শুল্ক গোয়েন্দার তিনটি দল।
অভিযানে শুল্ক গোয়েন্দারা ছাড়াও র্যাব, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুর দেড়টায় অভিযান শেষ হয়। অভিযানে প্রায় ১০০টি আইফোন জব্দ করা হয়।
অভিযান শেষে চলে যাওয়ার পর ২টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনের পান্থপথ সড়কে নেমে আসেন মোবাইল ব্যবসায়ীরা। তারা জানান, রাজস্ব ফাঁকি দেয়ার কথা বলে তাদের প্রায় ১০০টি আইফোন জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
ব্যবসায়ীরা শুল্ক গোয়েন্দাদের অভিযান ‘অবৈধ’ উল্লেখ করে দ্রুত জব্দ করা আইফোন ফেরত দেয়া এবং অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধেরও দাবি জানান তারা।
অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট শুল্ক গোয়েন্দারা জানান, অভিযান শেষে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।