সাংবাদিক লাভলু আক্তারকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও নলতা প্রেসক্লাবের সদস্য ‘মুক্তস্বাধীন’ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার লাভলু আক্তারকে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ আদালত প্রাঙ্গন থেকে আটক করে পরবর্তীতে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানোর ঘটনায় রিপোর্টার্স ক্লাব ও নলতা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। সঠিক ঘটনা তদন্তপূর্বক সাংবাদিক লাভলু আক্তারকে মিথ্যা সাজানো মামলায় জড়িয়ে হয়রানির সাথে সংশ্লিষ্টদের চিহিৃত এবং তার নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক নারায়ন চক্রবর্তী রাজিব, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য সনৎ কুমার গাইন, সদস্য শেখ শাওন আহম্মেদ সোহাগ, জাহাঙ্গীর আলম, ফারুক হোসেন লিমন প্রমুখ। এছাড়াও নলতা প্রেসক্লাবের সাংবাদিক এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।