মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যেমন জঙ্গিবাদ দূর করেছি তেমনি এবার উদ্যোগ নিয়েছি মাদক থেকে দেশকে মুক্ত করব। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও দলীয় নেতারা।
এ সময় শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে। মাদকের জন্য একেকটা পরিবার যে কষ্ট পায়, যেভাবে একেকটা পরিবার ধ্বংস হয়ে যায়। কাজেই এবার মাদকের বিরুদ্ধে অভিযানের জন্য আমি বলে দিয়েছি। আমরা আমাদের সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং র্যাবকে বিশেষ দায়িত্ব দিয়েছি। মাদক যেখানে পাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা সেই কঠোর ব্যবস্থা নিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা রাজনীতি করি জনগণের উন্নয়নের জন্য। নিজেদের উদর পূর্তি আর নিজেদের পকেট পূর্তির জন্য নয়। লুটপাটের জন্য নয়। মানি লন্ডারিং, কালো টাকা সাদা করা, মানুষ খুন, জঙ্গিবাদের হাত থেকে দেশকে উদ্ধার করাই আমাদের লক্ষ্য। আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল।