মহেশ্বরকাটি সেটে ১৫ হাজার টাকা জরিমানা ও মাছ বিনষ্ট
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চিংড়ী মাছে অপদ্রব্য পুশের অপরাধে ৪ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও ১৬০ কেজি চিংড়ী বিনষ্ট করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফফারা তাসনীন মৎস্য সেটে আদালত পরিচালনা কালে ১৬০ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী আটক করেন। একই সাথে মাছ ব্যবসায়ী কোদন্ডা গ্রামের নিতাই সরকারের ছেলে মৃনাল সরকারকে ৫০০০ টাকা, নড়েরাবাদ গ্রামের সুধীর কৃষ্ণ মন্ডলের ছেলে লক্ষণ মন্ডলকে ২০০০ টাকা, ঘুষুড়ি গ্রামের মফিজুল ঢালীর ছেলে আবু বক্কর সিদ্দিককে ৩০০০ টাকা ও চাপড়া গ্রামের মৃত খলিল সরদারের ছেলে জাহাঙ্গীর আলমকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়ী মাছ গাড়ীর চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। এসময় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এএসআই কবির হোসেন উপস্থিত ছিলেন।