আশাশুনির বুধহাটায় আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বুধহাটায় যুব মানস গঠনে ধর্মীয় মুল্যবোধ এবং সহিষ্ণুতা শীর্ষক ধর্মীয় নেতাদের আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
রূপান্তর খুলনার সহযোগিতায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরার বাস্তবায়নে, পিস কনসোর্টিয়াম বাংলাদেশ উগ্রপন্থা প্রতিরোধ সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক ও হিন্দু ধর্র্মীয় নেতা সচ্চিদানন্দদে সদয়। অনুষ্ঠানে সহিংসতার কুফল, পারিবারিক বন্ধন সুদৃড়করণে অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি, মাতকাসক্ততার কুফল, উগ্রপন্থার কুফল, প্রতিবেশীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য, কারো গতিবিধি সন্দেহজনক হলে খোঁজখবর নেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্রগতি সংস্থার আশাশুনি উপজেলা কর্মকর্তা তহীদুর রহমান তহীদ।