দেবহাটার টাউনশ্রীপুরে জেলা পরিষদের পুকুরের পানির ফিল্টার উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার টাউনশ্রীপুর জেলা পরিষদের পুকুরে পানির ফিল্টার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ মে) বেলা সাড়ে ৪টায় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের পরামর্শে সদস্য আল ফেরদৌস আলফার ব্যক্তিগত অর্থায়নে এ ফিল্টর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু প্রমুখ।
উল্লেখ্য যে, টাউনশ্রীপুরস্থ জেলা পরিষদের পুকুরের পাড়ে ২০০৬ সালে বেসরকারি সংস্থা উত্তরণ পানি শোধনের একটি পানির ফিল্টার স্থাপন করে। পরে সেটি রক্ষণাবেক্ষণ অভাবে এলাকার মানুষের খাওয়ার পানির সংকট দেখা দেয়। বিষয়টি নিয়ে জেলা পরিষদের সদস্য আল ফেরদৌসকে জানানো হলে তিনি একটি নতুন ফিল্টার তৈরি করে দেন। এলাকাবাসী নতুন ফিল্টার স্থাপন করে দেওয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।