তালায় আমের বাম্পার ফলন
তালা প্রতিনিধি :
উদ্বেগের কথা হল মাহে রমজানকে সামনে রেখে অধিক মুনাফার লোভে একটা মহল অসাধুপায় অবলম্বন করায় একদিকে যেমন আমের গুনগত মান নষ্ট হচ্ছে তেমনি তা জনস্বাস্থ্যের জন্যও হুমকি স্বরূপ।
তালা উপজেলা সব বাজারগুলোতে প্রতিদিন শত শত মণ কাঁচা আম বেঁচা কেনা হচ্ছে। ফলন ভালো হওয়ায় উৎপাদন ও বাজারজাত দুই-ই বৃদ্ধি পেয়েছে, যেটা বিগত বছরের তুলনায় দ্বিগুণ। প্রতি মণ আম ১৮শত টাকা থেকে শুরু করে ২৫ শত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমের সাইজের ওপর বাজার দর ।
পাইকারি আম ব্যবসায়ীরা গ্রামের আম চাষিদের কাছ থেকে কম দামে আম সংগ্রহ করে সেগুলো নিয়ে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা কাঁচা আম রপ্তানি করে ভালো আয় করছেন।কিন্তু গ্রামের চাষিরা সঠিক দাম পাচ্ছে না এমনিও জানা গেছে।বাজারে কাঁচা আমের চাহিদা থাকলেও চাষিদের সঠিক মূল্য দিচ্ছে না আড়ত ব্যবসায়ীরা।
এদিকে, আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় আগামী ১৫-২০ দিনের মধ্যে পাকা আম বাজারে উঠতে শুরু করবে।আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে প্রায় এক হাজার মেট্রিক টন আম রপ্তানি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বছর যার পরিমাণ ছিল ৭০০ মেট্রিক টন। এবার আমের ফলন ভাল তাই এক হাজার মেট্রিকটনের ঊর্ধ্বেও যেতে পারে। ইতিমধ্যে সাতক্ষীরার আম বিশেষ করে ইউরোপে রপ্তানি শুরু হয়েছে।
তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শামছুল আলম জানান, উপজেলায় চলতি বছর এক হাজার ৪৫০টি বাগান রয়েছে। যেখান থেকে আম উৎপাদন হবে প্রায় ৭০৫ হেক্টর। যা চাহিদা পূরণে সম্ভব।
তিনি আরও জানান, সাতক্ষীরার আম ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। প্রথমে গ্রাম থেকে আম বাগান কেনেন এক শ্রেণির গ্রাম্য ব্যবসায়ী। গ্রাম্য ব্যবসায়ীদের থেকে পাইকারি ব্যবসায়ীরা। এরপর সেই আম বাজার থেকে ক্রয় করেন ঢাকার ব্যবসায়ীরা। এভাবে হাত বদলের সাথে সাথে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাতে মূল্য বাড়ে তিন থেকে চার গুণ। তাছাড়া সাতক্ষীরার আম গুণে-মানে সুস্বাদু। গত চার বছর ধরে এ জেলার আম ইউরোপে রপ্তানি হচ্ছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন জানান,ইতিমধ্যে সাতক্ষীরা জেলার আম ইউরোপে রপ্তানি শুরু হয়েছে। সাতক্ষীরার আমের সারাদেশে সুখ্যাতি রয়েছে। সুনাম ক্ষুণ্ণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আম পাকাতে কেউ ফরমালিনের আশ্রয় নিলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।তাৎক্ষণিক মোবাইল কোটের মাধ্যমে ফরমালিন প্রয়োগকারী কে শাস্তি দেওয়া হবে।