কালিগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় বখাটে আটক
জাহিদ হোসাইন:
কালিগঞ্জ গার্লস স্কুলের নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে শাওন দাশ সঞ্চিব (২২) নামের এক বখাটেকে আটক করেছ কালিগঞ্জ থানা পুলিশ। বক্ষাটে বাজারগ্রাম (রহিমপুর) গ্রামের মনোদাশের ছেলে।
রবিবার দিন দুপুর ৩ টায় আটকের এ ঘটনা ঘটে।
ও্ই ছাত্রীর মা বলেন, দীর্ঘদিন যাবৎ বখাটে শাওন দাশ আমার মেয়েকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিল। নিরুপায় হয়ে রবিবার সকালে বখাটের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক জাহিদ হাসান তাকে আটক করে থানায় নিয়ে আসে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে শাওনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইননুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Please follow and like us: