কালিগঞ্জে থানায় মামলা করায় বাদীকে হুমকি প্রদান
কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জে থানায় মামলা করায় বাদী কে বিভিন্ন প্রকার ক্ষতি সাধন সহ প্রাণ নাশের হুমকি প্রদানের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুল খালি গ্রামে। স্থানীয় সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, আব্দুল খালি গ্রামের মৃত সোহরাব আলী সরদারের ছেলে সামসুর রহমান বাদী হয়ে একই গ্রামের মৃত বশির গাজীর ছেলে হামিদ গাজী গংদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় ১৪৩/৪৪৮/৩২৩/৩৭৯/৩৫৪/৪২৭/৫০৬/১১৪ পিসি ধারায় ইং- ১৮/০৫/২০১৮তারিখে মামলা দায়ের করেন। যাহার নং- ০৯। মামলা করার পর থেকে আসামী পক্ষ বাদীকে মিথ্যা মামলায় জড়ানোর জন্য পায়তারা করে বেড়াচ্ছে। এছাড়া বাদীকে মামলা তোলার জন্য বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখানো সহ জীবন নাশের হুমকি ও ক্ষয়ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। এ বিষয়ে সামসুর রহমান নিরুপায় হয়ে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়ারী করেছে। যাহার নং- ৮২৩। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বি এম লিয়াকাত হোসেন বলেন, আসামীদের কে ধরার জন্য অভিযান চালানো হলে তাদেরকে পাওয়া যায়নি। তারা পলাতক আছে। তাদেরকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।