৫০০ টাকার জন্য সাতক্ষীরায় স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
জাহিদ হোসাইন:
সাতক্ষীরায় শহরের আলীয়া মাদ্রাসা এলাকায় এক স্কুল ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন নানির বিরুদ্ধে। স্কুল ছাত্রীর নাম মিনারা ইয়াছমিন মিনি(১৩)। সে শহরের এ করিম বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও পাটকেলঘাটা থানার বয়েরডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মোল্লার মেয়ে।
নিহতের বাবা আব্দুর রশিদ মোল্লা বলেন, পারিবারিক কলহের কারণে আমার স্ত্রী নাসরিন সুলতানা মেয়ে ও ছেলেকে নিয়ে তার মায়ের সাথে শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় থাকতো। গত তিন মাস থেকে তাদের সাথে আমার কোন যোগাযোগ নেই। আজ হঠাৎ ফোন করে আমাকে জানালো যে আমার মেয়ে মারা গেছে। এখানে এসে দেখি মেয়ের নিথর দেহ বারান্দায় পড়ে আছে। তবে শাশুড়ি আয়েশা খাতুনকে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছে আমার মেয়ে তার নানির কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিল। এরপর ওই টাকাকে কেন্দ্র করে আজ সকালে আমার মেয়েকে তার নানি খুব পিটায়। বিকালে তাকে আরো একবার পিটালে সন্ধায় সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে আসলে তাকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে।