ভেনিজুয়েলার কারাগারে আবারো সংঘর্ষ, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক:
ভেনিজুয়েলার আবারো কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন কারারক্ষকসহ ১১ জন নিহত হয়েছেন।
ভেনিজুয়েলার কারামন্ত্রী আইরিশ ভারেলা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে এক সপ্তাহে দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।
এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় রাজ্য লারায় ফেনিক্স কারাগারে ঘটা ওই দাঙ্গা এখন নিয়ন্ত্রণে রয়েছে।
প্রসঙ্গত, এর আগে বুধবার রাজধানী কারাকাসের হেলিকয়েড কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনেক বিরোধী বন্দি আছে এই কারাগারে। তবে ওই ঘটনায় কেউ মারা যায়নি।
Please follow and like us: