কলারোয়ায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে যুবলীগ নেতা লিটন
কামরুল হাসান,কলারোয়া :
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কলারোয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা পৌর সদরের ঝিকরা গ্রামের আবু রায়হান লিটন(৪৮)।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয় (ইন্না—-রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সদ্য প্রয়াত লিটন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল কাশেমের ভাতিজা। তরুণ এই সমাজসেবকের মৃত্যু সংবাদ শুনে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার তাঁর বাড়িতে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, মটরশ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ।
এদিকে, শনিবার যোহর নামাজের পর ঝিকরা প্রি-ক্যাডেট স্কুল মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে অংশ নেন ও তাঁর বাড়িতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসুল্লি।
জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের ভাতিজা হাফেজ মো: মুয়াজ। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।