কলারোয়ায় ওয়ার্ড আ.লীগের সভাপতিকে হুমকি
কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ায় ওয়ার্ড আ.লীগের সভাপতিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় ৪ জনের নামে থানায় জিডি হয়েছে। শনিবার বিকালে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি মাহফুজার রহমান বিরু সাংবাদিকদের জানান-চান্দুড়িয়া কেসিজি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির মেয়াদ আগামী ১ জুলাই শেষ হইবে। যার প্রেক্ষিতে নতুন পরিচালনা কমিটি গঠনের জন্য নির্বাচনী তফসীল ঘোষিত হয়েছে। আগামী ২৩ মে পরিচালনা পরিষদের সদস্য ও সদস্যা নির্বাচন অনুষ্ঠিত হবে। এমতাবস্থায় বিধি মোতাবেক তার পক্ষে ৪জন পুরুষ ও ১জন মহিলা নির্বাচনে অংশ গ্রহণ করবেন। অপর দিকে একই ভাবে আব্দুল লতিফ মিঠুর পক্ষে ৪জন পুরুষ ও ১জন মহিলা নির্বাচনে অংশ গ্রহণ করবেন। এদিকে এই নির্বাচনকে সামনে রেখে আব্দুল লতিফ মিঠুর পক্ষে বিএনপি সন্ত্রাসী জাকির হোসেন, আতাউর রহমান, আব্দুর রকিব ও আজিজুল ইসলাম দলবদ্ধ হয়ে ১৫ মে সন্ধ্যা ৭টার দিকে চান্দুড়িয়া প্রাইমারী স্কুল মাঠে ওয়ার্ড আ.লীগের সভাপতি মাহফুজার রহমান বিরুকে প্রকাশ্যে গালি গালাজ করে মানসম্মানের হানিজনক কথা বার্তা বলে হুমকি ধমকি দিয়ে নির্বাচনে ত্রাস সৃষ্টি করে।
এসময় তার পক্ষের প্রার্থীদের দেশ ছাড়া করার হুমকি দেয়। এঘটনায় ওয়ার্ড আ.লীগের সভাপতি বিরু বাদী হয়ে ওই ৪ সন্ত্রাসীদের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী নং-৭৮৭ করেছেন।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, চান্দুড়িয়ায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে আব্দুল লতিফ মিঠুর পক্ষে একটি গ্রুপ কাঁদপুর ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বিরুকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।