এনইউবিটি খুলনাতে ইংরেজি বিভাগের উদ্যোগে কবিতা আবৃত্তি ও নাটক মঞ্চায়ন প্রতিযোগিতা
প্রেস বিজ্ঞপ্তি :
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ইংরেজি বিভাগের উদ্যোগে দিনব্যাপী কবিতা আবৃত্তি ও নাটক মঞ্চায়ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ব্যবসায় অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: ইব্রাহীম। সে সময় আরও উপস্থিত ছিলেন, মো: রবিউল ইসলাম, প্রোক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এস.এম. মনিরুল ইসলাম, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইন-চার্জ এ.এইচ.এম. মঞ্জুর মোরশেদ, জনাব রাজীব হাসনাত শাকিল, কো-অর্ডিনেটর আইন বিভাগ, ইংরেজি বিভাগের কো- অডিনেটর মো: ওবায়দুল্লাহ প্রমুখ।
Please follow and like us: