সিআইএর প্রথম নারী পরিচালক জিনা
অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক হিসেবে এই প্রথম একজন নারীকে বেছে নিল মার্কিন সিনেট।
স্থানীয় সময় বৃহস্পতিবার ৫৪-৪৫ ভোটে জিনা হ্যাসপেলকে নিশ্চিত করেছেন সিনেট সদস্যরা। যদিও নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা-পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ কর্মসূচিতে তাঁর ভূমিকা বিতর্কের জন্ম দিয়েছিল।
সম্প্রতি সিআইএপ্রধানের দায়িত্ব পালতরত অবস্থায় মাইক পম্পেও পররাষ্ট্রমন্ত্রী হলে পদটি খালি হয়।
রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ মনোনয়নের বিরোধিতা করে আগেই বক্তব্য দিয়েছিলেন।
ভোটে বিরোধী ডেমোক্রেটিক দলের ছয় সিনেটর দলীয় সিদ্ধান্ত অমান্য করে জিনার পক্ষে ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মার্ক ওয়ার্নার বলেন, সিআইএ কখনই জিজ্ঞাসাবাদের জন্য তথাকথিত অধিক উন্নত কৌশল প্রয়োগ করেনি বলে জিনা তাঁকে জানিয়েছেন।
সিআইএর বিরুদ্ধে অভিযোগ, টুইন টাওয়ারে হামলার পর ওয়াটারবোর্ডিংয়ের (মুখে অনর্গল পানি ছিটিয়ে বা ঢেলে জিজ্ঞাসাবাদ) মতো নিষ্ঠুর কৌশল ব্যবহার করা হয়। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় এ কাজে জিনা নিজেও জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া রিপাবলিকান দলের দুই সিনেটর জেফ ফ্লেক ও র্যান্ড পল প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন।
সিআইএতে ৩৩ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন ৬১ বছর বয়সী জিনা হ্যাসপেল তাঁর চাকরিজীবনের বেশির ভাগ সময় গোপনে কাজ করেছেন।