সাতক্ষীরায় ২০৪ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ২’শ চার বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে শহরের পলাশপোল ও সদর উপজেলার আলীপুর এলাকা তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের রবিউল গাজীর ছেলে শরিফুল গাজী (২২), একই উপজেরার দহাকুলা গ্রামের শফিকুর ইসলামের ছেলে জাকির হোসেন (২৩) ও ভাদড়া গ্রামের শামসুর রহমানের ছেলে শাহিন খান (৩০)।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের পলাশপোল ও সদর উপজেলার আলীপুর এলাকায় ডিবি পুলিশের দুটি পৃথক টিম অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ২’শ চার বোতর ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।