আশাশুনিতে সাজাপ্রাপ্ত জামাত নেতা গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরা আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ড মাথায় নিয়ে পলাতক জামাত নেতা কাদেরকে গ্রেফতার করেছে। আজ সকালে তাকে গ্রেফতার করা হয় ।
খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাপসন্ডা গ্রামের আঃ খালেক সরদারের ছেলে আঃ কাদের সিআর ৪৬৬/১৬ মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড মাথায় নিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নাশকতা মামলা ১(৮)১৬ (আশাশুনি) ও ৩২(৯)১৬ (সাতক্ষীরা সদর) রয়েছে। এসআই নয়ন চৌধুরী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: