আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ
অনলাইন ডেস্ক :
আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ (১৮ মে, শুক্রবার)। ১৯৭৮ সালের এই দিনে প্রথম বিশ্ব জাদুঘর দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য রাখা হয়েছে বহুধাসংযুক্ত জাদুঘর : নতুন প্রয়াস, নতুন জনগোষ্ঠী।
দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আজ (শুক্রবার) সকাল ১১টায় আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সিকদার জুলকারনাইন।
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবে ঢাকা স্বরকল্পন এবং সংগীত পরিবেশন করবে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের (আইসিওএম) সদস্য হিসেবে বর্তমানে ১০৭ দেশের ২৮ হাজার জাদুঘর যুক্ত রয়েছে। বাংলাদেশেও প্রায় শতাধিক জাদুঘর রয়েছে।