শ্যামনগরে বিনামূল্যে আর্সেনিক মুক্ত নিরাপদ পানির ফিল্টার বিতরণ
শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে আইলা দূর্গত হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্ত নিরাপদ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শ্যামনগর উপজেলার দাশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও জোড়দিয়া সততা সংস্থার আয়োজনে দাশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সুজনের সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, শিক্ষক উম্মে হাবিবা, মাফুজা খাতুন, সাংবাদিক আবু ছালেক, আবু দাউদ, ফয়সাল আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, আইলার পার থেকে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকার মানুষ মাইলের পর মাইল পায়ে হেটে পানি আনতে হয়। তবুও তারা বিশুদ্ধ পানি পায়না। তাই সীমিত পরিসরে হলেও অসহায় মানুষে মাঝে বিনামূল্যে পানির ফিল্টার বিতরণ করায় জোড়দিয়া সততা সংস্থাকে ধন্যবাদ জানান।
শেষে শতাধিক মানুষে মাঝে পানির ফিল্টার বিতরণ করা হয়।