যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের মাধবকাটির চায়না ইঞ্জিনিয়ারিং পরিদর্শন
শহর প্রতিনিধি :
বুধবার সকালে সদর উপজেলার মাধবকাটি বাজারে যুব উন্নয়নের সফল উদ্যোক্তা আলহাজ্ব আতাউর রহমানের চায়না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড আল্লারদান স্যনেটারী মাঠ ২৮ জন তরুণ উদ্যোক্তা পরিদর্শন করেন। সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের-এর নেতৃত্বে এরা এই পরিদর্শনে অংশ নেন।
এই তরুণ উদ্যোক্তারা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘আত্মকর্মী থেকে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক ১০ দিনের এক কর্মশালায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে ১৯ জন যুবক ও ৯ জন যুবতী। জেলার ৭টি উপজেলায় তারা বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত। কর্মশালার অংশ হিসেবে তারা এই মাঠ পরিদর্শন করেন। পরে তারা কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গার নজরুল ইসলামের মুরগীর খামার পরিদর্শনে যান।
মাঠ পরিদর্শনের সময় তারা আলহাজ্ব আতাউর রহমানের কাছে তার সাফল্যের গল্প শোনেন। মাত্র দেড় যুগে তিনি কিভাবে তার প্রত্যাশার চেয়েও প্রাপ্তি পেয়েছেন তা তিনি তরুণ উদ্যোক্তাদের সাথে শেয়ার করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের আতাউর রহমানের অভিজ্ঞতাকে কাজে লাগাবার জন্য তাদের পরামর্শ দেন।