ভোমরায় ওয়ার্ড সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার বিকালে ওয়ার্ড সভা ও প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ভোমরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় ওয়ার্ড সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন পরিষদের সচিব মো. মহসীন আলী, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আব্দুল হক পাটোয়ারি, কমিউনিটি মোবিলাইজার মোছা. মৌসুমি ফেরদৌস, শুভেন্দু কুমার বর প্রমুখ।
শিশু বান্ধব স্থানীয় সুশাসন ব্যবস্থার অংশ হিসেবে জনপ্রতিনিধিরা ৯টি ওয়ার্ডের উপস্থিত শিশু সদস্য ও এলাকাবাসীর বিভিন্ন চাহিদা ও দাবী উপস্থাপনার আহবান জানান। অনুষ্ঠানে ওয়ার্ডবাসী ও ৯টি ওয়ার্ডের শিশু প্রতিনিধিরা তাদের নিজ এলাকার রাস্তাঘাট, কালভার্ট, শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রভৃতি উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর উন্মুক্ত আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরেন। জনগণের মুখোমুখি হয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সকলের প্রস্তাবনা ও আলোচনার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে বাজেট বরাদ্দ রেখে পরিকল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের অগ্রনী ভূমিকা রাখতে সভায় জনপ্রতিনিধিদের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপন করা হয়। শিশুসহ এলাকাবাসী রাস্তাঘাট, স্যানিটেশন, স্কুল, কমিউনিটি ক্লিনিক এর অব্যবস্থাপনা সহ অারো নানা ধরনের সমস্যা ওয়ার্ড সভার মাধ্যমে তুলে ধরা হয়।
এছাড়া ৯টি ওয়ার্ডের হত দরিদ্র পরিবারের ২১জন শিশুকে শিক্ষা উপকরণ ক্রয় বাবদ প্রত্যেকেরই নগদ ৫শত টাকা হারে এককালীন উপবৃত্তি প্রদান করেন।
সমগ্র সভা উপস্থাপনা ও পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. ফরহাদ হোসেন।