বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক সাতক্ষীরা শাখা কমিটির সংবর্ধনা
শহর প্রতিনিধি :
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক সাতক্ষীরা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও নির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জজ কোর্ট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। আইনজীবী পেশাজীবী পরিষদের সভাপতি মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জজ কোর্টের পিপি এড. ওসমান গণি। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি এড. আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন, এড. আজহারুল ইসলাম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি এড. আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি তপন কুমার দাশ, এড. সৈয়দ জিয়াউর রহমান, এড. শম্ভুনাথ সিংগ। এসময় উপস্থিত ছিলেন, আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি আঃ হান্নান, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সদর থানার আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সেলিম হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বসু ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙালী জাতির প্রাণ। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। পেতাম না স্বাধীন ভাবে কথা বলার অধিকার। তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। এদেশে কোনো দুর্নীতিবাজদের রেহাই নেই। অন্যায় করে কেউ রেহাই পাবে না। ধর্মের নামে এদেশের মানুষ মারার রাজনীতি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, এদেশকে যদি আপনারা পাকিস্তান বানাতে না চান তাহলে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিবেন তার পক্ষেই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।