খালেদার জামিন বহাল
ডেস্ক রিপোর্ট:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদন বিশ্লেষণ করে জামিন বহালের রায় দিয়েছেন আদালত।
বুধবার আদালত এ রায় দেন। পাশাপাশি ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়।
এর আগে মঙ্গলবার উভয়পক্ষের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার তারিখ নির্ধারণের আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে এই মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশে দেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। রায় ঘোষণার পরপরই তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।