সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশের দায়ে ১২ জেলে আটক
শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বঙ্গোপসাগর সংলগ্ন জলঘাটা অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশের দায়ে মালামাল সহ ১২ জেলেকে আটক করেছে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কে এম কবীর হোসেনের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা। আজ মঙ্গলবার ভোরের দিকে জেলেদের আটক করা হয়। এসময় ২টি নৌকা ১টি ট্রলার ও আহরণকৃত মাছ জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলেন- পার্শ্বেখালী গ্রামে মৃত রহিম গাজীর ছেলে সহিদ গাজী (৫৪), আবু বক্কার গাজীর ছেলে আলমগীর গাজী (৩৫), খালেক গাজীর ছেলে আল-আমিন গাজী (৩৭) ও আব্দুর রউফ (৪২), সবুর আলী গাজীর ছেলে আল-আমিন গাজী (৩৩), মজিদ গাজীর ছেলে খলিল গাজী (৩৮), মীরগাং গ্রামে মৃত মান্দার গাজীর ছেলে রুহুল আমিন গাজী (৫২), কাইনমাড়ী গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল্যাহ আল-মামুন (২৮), কয়রা থানার ৪নং কয়রা গ্রামের জেহের আলী সানার ছেলে কামরুল সানা (৪৭), জাহিদ গাজীর ছেলে সিরাজুল গাজী (৩৩), বোতল বাজার গ্রামের ইউনুস সানার ছেলে শফিকুল সানা (৩৭) এবং আবু বক্কার গাজীর ছেলে সাহেব আলী গাজী (৫৭)। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কে এম কবীর হোসেন জানান, নিয়মিত সুন্দরবন টহল দেওয়ার সাথে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মালামাল সহ জেলেদের আটক করে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।