‘যারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাই তাদের কাইকে ছাড় দেওয়া হবে না’: সাজ্জাদুর রহমান
জাহিদ হোসাইন:
‘সাতক্ষীরার মাটিতে যারা আইনের বর্তায় ঘটাতে চাই, যারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাই তাদের কাইকে ছাড় দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের জগন্নাথপুরে ১১৬তম রাখালতলা পূজা ও মেলা পরিদর্শন প্রাক্কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এখানের আনুষ্টানিকতা শুধু সনাতন ধর্মালম্বীদের জন্য কিন্তু আনন্দ সকলের জন্য সকল ধর্মালম্বীদের জন্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি চলছে, চলবে। কেউ যদি এটাকে চির ধরাতে চায় তাকে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।’
কলারোয়ায় শিশু ধর্ষণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘৬ ঘন্টার মধ্যে কলারোয়ার বোয়ালিয়ায় শিশু ধর্ষণের বিচার হয়েছে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’
রাখালতলা পূজা উৎযাপন কমিটির উপদেষ্টা বাবু গোপাল চন্দ্র ঘোষালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক( অপারেশন্স) শেখ সিকান্দার আলী, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকাত আলী, সহ-সভাপতি নবকুমার, আ্যাডভোকেট শ্যামল কুমার ঘোষাল, রাখালতলা পূজা উৎযাপন কমিটির সভাপতি উদয় সরকার, সুধাংশু শেখর, অরবিন্দ প্রমূখ।