দেবহাটায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় সহপাঠীদের মানববন্ধন পন্ড করলেন প্রধান শিক্ষক
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার নাংলায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের বিচারের দাবীতে সহপাঠীদের মানববন্ধন কর্মসূচি পন্ড করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে । জানাজায় মঙ্গলবার সকাল ৯.১৫ মিনিটে বিদ্যালয়ের সম্মুখে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, এ আয়োজনে ধর্ষকের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানানোর কথাছিল তাদের। কিন্তু ছাত্র-ছত্রীদের সকল আয়োজন সম্পন্ন থাকলেও অত্র স্কুলের প্রধান শিক্ষক তা পন্ড করে দিয়েছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় খাতা কিনতে হার্ডওয়ার এন্ড স্টেশনরীতে যায় নাংলা গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী সে সময় ছাত্রীকে পাশের গলিতে নিয়ে ধর্ষণ করে দোকানদার রাশেদুল ইসলাম। তারপর গত রবিবার রাতে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় ভাবে শালিস বৈঠাকের মাধ্যমে মিমাংশার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ঘটনাটি চারিদিকে জানাজানি হলে মীমাংসার আগেই অভিযান চালিয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে থানায় নিয়ে আসে পুলিশ । ঐ রাতেই ছাত্রীর পিতা বাদী হয়ে ধর্ষক রাশেদুল ইসলাম (৩৭) বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার নং- ৫। এদিকে ভিক্টিমের পিতা অভিযোগ করে বলেন, নাংলা গ্রামের মৃত. শাহদুল্লাহ’র ছেলে রাশেদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছি। কিন্তু পুলিশ ধর্ষককে এখনো আটক করতে পারেনি। আমি সঠিক বিচার চাই। তবে ধর্ষকের গ্রেপ্তারপূর্বক শাস্তি দাবিতে মানববন্ধন পন্ডের বিষয়ে জানতে চাইলে নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, বিদ্যালয়ের সম্মানহানী রোধ করতে মানববন্ধ পন্ড করা হয়েছে। দেবহাটা থানা পুলিশের সেকেন্ড অফিসার ইয়ামিন আলী জানান, বিষয়টি নিয়ে থানা পুলিশ ভিক্টিমের মেডিকেল সম্পন্ন করেছে। আসামীকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।