কলারোয়ায় নেতৃত্ব বিকাশ ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় নেতৃত্ব বিকাশ ও নারী উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কলারোয়া বিআরডিবি অফিসের হলরুমে ওই কর্মশালার উদ্বোধন করা হয়।
‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
দু’দিন ব্যাপী ওই কর্মশালায় উপজেলার ৪৫জন নারী অংশ নেন। তাদেরকে প্রথমদিনে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি অফিসের মনিরুল ইসলাম।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এএইচএম আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর, সহকারী পল্লী উন্নয়ন অফিসার রাশেদুল ইসলাম ও মোসলেম উদ্দীন প্রমুখ।