বড়পুকুরিয়া কয়লাখনিতে ২য় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে
মোঃ রুকুনুজ্জামান বাবুল,পার্বতীপুর:
পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও তিগ্রস্থ এলাকাবাসীর ২য় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১৩ দফা ও খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির আয়োজন ৬ দফা দাবীতে ২য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন কয়লা খনি শ্রমিকরা। সেই সাথে দফায় দফায় মিছিল খনির অভ্যন্তরে কোন শ্রমিকসহ কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ করতে দিচ্ছেন না ক্ষতিগ্রস্থ এলাকাবাসী ও আন্দোলনরত শ্রমিকরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ও ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর পে আরিফুল ইসলাম সুমন। আন্দোলন কারীদের সাথে একাত্ততা ঘোষণা করেছেন ৩য় পরে শ্রমিকেরা। গত সোমবার বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটকের সামনে খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের সমন্বয় কমিটির সাথে একাত্ততা ঘোষণার করে দাবী আদায়ের লক্ষে খনি শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। এসময় তারা বলেন, খনি কর্তৃপক্ষ দাবী মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট চলবে। এসময় বক্তব্য রাখেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলাম (রবি), খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০গ্রামের সমন্বয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, মশিউর রহমান বুলবুলসহ আরো অনেকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, খনির আবাসিক এলাকাসহ কর্মরত কর্মকর্তা কর্মচারী তিনদিন যাবৎ অবরুদ্ধ অবস্থায় খনি অভ্যন্তরে অবস্থান করছেন। শ্রমিকরা খনি এলাকার চতুর্দিকে পাহারা বসিয়ে রাখায় ভেতরে কোন মানুষ প্রবেশ করতে পারছেন না।