পাটকেলঘাটায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অবৈধ ব্যবসা
পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটায় নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র মুরগী জবাই, কাটা, সেলা কারণে বাজারের পরিবেশ দূষণসহ পার্শ্ববর্তী এলাকার পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতার কারণে বন্ধ হচ্ছে না বাজারের বিভিন্ন পয়েন্টে গড়ে ওঠা এসব মুরগী ব্যবসায়ীদের দৌরাত্ব। এসকল দোকান গুলোতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। যেসকল জায়গার কাটা সেলার কাজ চলে সেসকল স্থানে সারারাত দল বেঁধে কুকুর থাকে। এছাড়া যত্রতত্র মুরগীর নাড়ি ভুঁড়ি ফেলার কারণে কুকুর বিড়াল কাকসহ বিভিন্ন প্রাণী এসকল উচ্ছৃষ্ট মুখে করে নিয়ে এলাকার বিভিন্ন আবাসিক এলাকাগুলোতে ফেলে পরিবেশ মারাতœক দূষণ করছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, পাটকেলঘাটা বাজারে প্রাণকেন্দ্র কাঁচাবাজার, মাছ বাজার, বলফিল্ড মোড়, ওভারব্রিজ, কালীবাড়ী রোড এর আসপাশে কিছু ব্যবসায়ী দীর্ঘ দিন তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে এলাকার নীরিহ মানুষ এসকল ব্যবসায়ীদের বললেও কোন কাজ হয়না। উল্টো অবৈধ ব্যবসায়ীদের গরম শুনে নীরবে চলে যেতে হয়। বিভিন্ন যায়গাতে অভিযোগ করার পরও কোন কাজ না হাওয়ার কারণে তারা এখন নিরুপায় হয়ে দুর্গন্ধময় জীবন নিয়ে তাদের থাকতে হয়। নোংরা পরিবেশের কারণে বিভিন্ন প্রকার রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। বাজারের মুরগী বাজারের পাশের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কি আর করবো অনেক বলেছি কোন লাভ হয়নি বরং আমাদের বিভিন্ন ভয় দেখানো হয়েছে। সাহাবাজ নামের এক পথচারী বলেন, এই রাস্তা দিয়ে এখন আর যাওয়া যায় না বাজারে ভিতরে নিয়ম কানুন না মেনে মুরগী বিক্রয়ও জবাই করা হচ্ছে। ময়লা ফেলা হচ্ছে যেখানে সেখানে আর এই গুলো কাক, কুকুর, ও বিভিন্ন পাখিরা নিয়ে ফেলাছে বাড়ী আঙ্গিনাতে। তবে সংশ্লিষ্ট তালা উপজেলা স্যানেটারী অফিসার খায়রুল ইসলাম বলেন, আমি নতুন এসেছি এসে বিষয়টা দেখেছি, পাটকেলঘাটায় যেভাবে মুরগী অস্বাস্থ্যকর পরিবেশে জবাই বেচাকেনা হয় এটা সমাজ সচেতনদের কাম্য নয়। দ্রুতই এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।