দরগাহপুরে পুকুর খননের নামে বালি উত্তোলন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার দরগাহপুরে জেলা পরিষদের পুকুর খনন করার নামে বালি উত্তোলন করায় জনমন ক্ষোভের সঞ্চার হয়েছে।
দরগাহপুর জেলা পরিষদের পুকুরটি এলাকাবাসী ব্যবহার করে আসছে। পুকুরটি খননের লক্ষ্যে ঠিকাদার জনবল ও বেকি মেশিন ব্যবহার করে আনুমানিক ১৫ দিন পুকুরে মাটি না থাকায় ভূ-গর্ভ থেকে বালি উত্তোলন করছেন। উত্তোলন কৃত বালি দিয়ে পুকুরের চারি পাড় বাধানো হয়েছে। পুকুরে পানি ওঠার কারণে বেকি মেশিনের পরিবর্তে বালিকাটা ভাসমান মেশিন ব্যবহার করে ৮/১০ দিন বালি উত্তোলন করা হয়। উত্তোলিত বালি অন্যত্র বিক্রয় করার অভিযোগ এলাকাবাসীর মুখে মুখে। যে ভাবে বালি দিয়ে পুকুরের পাড় করা হয়েছে তা লোক দেখানো মাত্র। পাড়কে ধরে রাখতে নিন্ম মানের টিন ব্যবহার করা হয়েছে। পুকুরের ভিতর টিন দেওয়ার কারণে ছেলেরা গোছল করতে যেয়ে হাত-পা কেটে আহত হচ্ছে। বালি দিয়ে পাড় করায় বাতাসে মসজিদের ভিতর বালি ঢুকে মুছল্লিদের নামাজ পাড়ার বিঘ্ন ঘটাচ্ছে। ইউ.পি সদস্য ও ইউনিয়ন আওঃলীগ’র সাংগঠনিক সম্পাদক শেখ বখতিয়ার উদ্দীন জানান, যে ভাবে বালি উত্তোলন করা হয়েছে তাতে রাস্তা, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, বাড়িঘর ফাটল ধরার সম্ভাবনা বিরাজ করছে। কাজের আগে ঠিকাদার কর্তৃক প্রকল্পের নাম, কত টাকার কাজ, কাজের শুরুর তারিখ ও শেষ তারিখ সহ বিভিন্ন তথ্য উল্লেখ করে সাইব বোর্ড স্থাপনের কথা থাকলেও তা দেওয়া হয়নি। বর্তমান পুকুরের কাজ বন্ধ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সু-দৃষ্টি দিবেন বলে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।