কুশখালীতে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
এম.এ হোসাইন :
সদর উপজেলার কুশখালীতে পলাশ শিশু কেন্দ্রে ৩টিি কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পলাশ শিশু কেন্দ্রের সিএমসি সভাপতি মোছা. মনজুরা খানম ইতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পলাশ শিশু কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক আজকের সাতক্ষীরা’র সাংবাদিক মো. নাজমুল আরেফিন, কমিটির সদস্য আব্দুল বারী, হেনা খাতুন, পলাশ শিশু ক্লাবের সভাপতি মোছা. তন্নি খাতুন, সেক্রেটারি আতিক ইকবাল, শিউলি শিশু কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উত্তর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, কমিটির সদস্য আবু সিদ্দিক, শিউলি শিশু ক্লাবের সভাপতি মোছা. সামিয়া খাতুন, গন্ধরাজ শিশু কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য হারুন অর রশিদ, মারুফ হোসেন, তামান্না খাতুন,
ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মাহাবুবুর রহমান, মিল এন্ড ডকুমেন্টেশন অফিসার মো. খায়রুল হাসান প্রমুখ।
শিশু সুরক্ষা, অনিরাপদ স্থানান্তর, শিশু অধিকার, শিশু অধিকার সনদ, খেলাধুলা ও বিনোদন এবং অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণ সেশন পরিচালনা করা হয়।
সমগ্র প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের পলাশ শিশু কেন্দ্রের কমিউনিটি মবিলাইজার মো. আবুল হোসেন, শিউলি কেন্দ্রের আব্দুল আলীম ও গন্ধরাজ কেন্দ্রের সিরাজুম মনিরা।