কলারোয়ায় সীমান্তে গাঁজা উদ্ধার,আটক-৪
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় গাঁজাসহ ২ব্যক্তিকে পুলিশ আটক করেছে। অপরদিকে, অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নারী-পুরুকে আটক করেছে বিজিবি। রবিবার রাতে ও সন্ধ্যায় পৃথক অভিযানে তারা আটক করা হয়। সোমবার দুপুরের দিকে আটকদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানায়- পৌরসভাধীন গদখালী গ্রামের মৃত আব্দুল কাদের সরদারের ছেলে শুকুর আলী সরদার (৪৮)কে ১’শ গ্রাম গাঁজা এবং নাশকতা মামলায় উপজেলার উলোডাঙ্গা গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে হযরত আলী গাজী (৫৮) কে পুলিশ আটক করা হয়। অপরদিকে, যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মুনছুর আলীর ছেলে আব্দুল আজিজ (২৩) ও মোছা.শরিফা খাতুনকে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কলারোয়া সীমান্তে বিজিবি আটক করে। পরে তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে কলারোয়া থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।