ইন্টারনেটের অপব্যবহার ও ট্যুরিজমের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় ইন্টারনেটের অপব্যবহার ও ট্যুরিজমের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার, স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, ক্রিসেন্টের পরিচালক আবু জাফর সিদ্দিক, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান প্রমুখ।
বক্তারা বলেন, ইন্টারনেটের অপব্যবহারে শিশুদের যৌন নির্যাতন এবং শোষণের বিষয়টি আশংকাজনক হারে বাড়ছে। ইন্টারনেটের অনিরাপদ ব্যবহার তাদের নিরাপত্তাকেও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তাই এখনই এ বিষয়ে সতর্ক না হলে ভয়াবহতা আরও বাড়বে।
আয়োজক সংস্থাটি আরো জানায়, ২০১৮ সালের জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সারাদেশে ২৩৪জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে ৫৫টি, ফেব্রুয়ারিতে ৫৫টি, মার্চে ৬৬টি ও এপ্রিলে ৫৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে।