সখিপুরে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা করছেন মুনছুর আলী মোড়ল
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদের দীর্ঘ দিনের দখলকৃত সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মানের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এ অপকর্ম করে চলেছে জামায়াত সমার্থিত মুনছুর আলী মোড়ল। প্রাপ্ত তথ্যে ও সরেজমিনে জানা যায়, কালিগঞ্জ উপজেলার নলতা থেকে চলে এসে সখিপুর গ্রামের নব্য বাসিন্দা মুনছুর আলী মোড়ল প্রায় ২ বছর আগে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের ধোপাডাঙ্গাস্থ সখিপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনের দক্ষিণ পাশে সরকারি জায়গায় অবস্থিত সখিপুর মাদ্রাসার জমি ২লক্ষাধীক টাকায় ক্রয় করেন। সেখানে একটি কাঠের ঘর তৈরী করে কাঠ ব্যবসা শুরু করে। কিছুদিন যেতে না যেতে মুনছুর আলী মোড়ল এর নজর পড়ে পাশে অবস্থিত সরকারি খালের জমির উপর। ঐ সময় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে শুরু করে খাল ভরাটের কাজ। বর্তমানে সেই স্থানে কংকিটের ২য় তলা বিশিষ্ট দালানঘর নির্মান করে স-মিল বসিয়ে প্রশাসনের নাকের ডগায় চালিয়ে যাচ্ছে রমরমা ব্যবসা। এব্যাপারে মুনছুর আলী মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সখিপুর আলিম মাদ্রাসার তৎকালিন সুপার জামায়াত নেতা ইয়াকুব আলী ও কয়েকজনকে টাকা দিয়ে এই জায়গাটি ক্রয় করছি। বর্তমানে এটি আমার জায়গা। তবে, সরকারি জমি ক্রয় করার বিষয়ে প্রশ্ন করলে কোন উত্তর দিতে পারেনি সে। সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন জানান, মুনছুর আলী মোড়ল পরিষদের জায়গাতে অবৈধ্য ভাবে জবরদখল করে স্থাপনা নির্মান করে চলেছে। সরকারি জমি উদ্ধার করতে আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত ভাবে অভিযোগ প্রদান করব।