শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রনয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি :
উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের সংগঠিত দুর্যোগে অভিযোজন কৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারনা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে শ্যামনগর উপজেলায় বেসরকারি উন্ন্য়ন সংগঠন লিডার্স এর বাস্তবায়নে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় লিডার্স এর সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট (ঈ৩জ) সেন্টার ধানখালী কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য পেশ করেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। তিনি বলেন বিশ্ব ব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে যে বিরুপ প্রভাব পড়ছে তাতে সকলকে এ বিষয়ে সচেতন না হলে এবং বিভিন্ন কৌশল রপ্ত করতে না পারলে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়বে। তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ করার জন্য বেসরকারি প্রতিষ্ঠান গুলোকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন এনসিসিবি এর সমন্বয়কারী মিজানুর রহমান বিজয়, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল। উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ও গাবরা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সচিবগন লিডার্সের কর্মকর্তাবৃন্দ।