তালায় শ্রমিকলীগ নেতাকে মারপিট করেছে জামাত বিএনপির কর্মীরা
স্টাফ রিপোর্টার :
তালা উপজেলার জালালপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমানকে জামাত বিএনপি কতৃক মারপিটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে পুলিশ হামিদ রহমান নামের একজনকে গ্রেফতার করেছে।
শনিবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে জেঠুয়া বিলে এঘটনা ঘটেছে বলে জানা যায়।
এ বিষয়ে মশিউর রহমানের বাবা তুরকান আলী গাইন বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করতে গেলে প্রথমদিকে মামলা নিতে নারাজ হয়।পরবর্তীতে মামলা রেকর্ড করেন তালা থানা পুলিশ।
জালারপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, গতকাল শনিবার সকালে জেঠুয়া বিলে নিজ জমিতে কাজ করতে যান। কিছুক্ষণ কাজ করার পর ৮ -১০ জন জামাত ও বিএনপি সক্রিয় কর্মীরা তার উপর হামলা করেন। এ সময়ে শ্রমিক নেতা মশিউর একা ছিলেন। এ সুযোগে দলীয় কন্দোলের রাগ তার উপর প্রয়োগ করেন। তাকে চোখ ও মুখ বেঁধে নেয় তারা। এরপর সবাই তার উপর বেধড়ক মারপিট করেন। একটি পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলেন মশিউর।তার জ্ঞান হারানো দেখে স্থানীয় জামাত বিএনপি কর্মীরা পালিয়ে চলে যায়।
পরবর্তীতে স্থানীয় জনগন তাকে উদ্ধার করে তালা স্বাস্থ কমপ্লেক্স এ ভর্তি করেন। চিকিৎসা পরিবর্তে তার জ্ঞান ফিরলেও হাত, ও বাম পার্শ্বের ঘাড়ের কলার ব্যান্ড ভেঙ্গেগেছে। অর্থ অভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে এখনো তালা স্বাস্থ কমপ্লেক্স এ ১৩ নাং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে তালা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক ডাক্তার শারুল ইসলাম জানান, গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের বেশ কিছু স্থান ভেঙ্গে গেছে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, মারপিটের ঘটনায় মামলায় রেকর্ড হয়েছে। পুলিশ ইতিমধ্যে হামিদ নামে একজন আসামীকে আটক করেছে।