প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির সভাপতি প্রাণ নাথ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘সরকারের পাশা পাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে এনজিওরা কাজ করে যাচ্ছে। অসহায় বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করতে ঋণদানের মাধ্যমে সমাজের বেকারত্ব দুর করছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস প্রমুখ। আলোচনা সভা শেষে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রগতি স য় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির সদরের কেন্দ্র সুপাভাইজার শংকর কুমার মন্ডল।