চেয়ারম্যানের মেয়ে পরী, জানালেন ‘ঈদ মোবারক’!
বিনোদন ডেস্ক:
আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমনির নতুন ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কায়েস আরজু।
এদিকে, গত ৮ মে ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক শামীমুল ইসলাম শামীম।
গল্পে দেখা যাবে, ‘আমার প্রেম আমার প্রিয়া’তে নায়ক আরজু নাপিতের ছেলে ও নায়িকা পরীমনি চেয়ারম্যানের মেয়ে। তাদের বাবার চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ ও মিশা সওদাগর। আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রেবেকা ও ডন। ছবিটি প্রযোজনা করেছেন ওয়ান স্টার ইন্টারন্যাশনাল।
এদিকে, ছবিটির গল্প সম্পর্কে পরী জানান, এটি মূলত প্রেমের ছবি। এতে পারিবারিক আবহও তুলে ধরা হয়েছে। এটিই এবারের ‘ঈদ মোবারক’।
Please follow and like us: