হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজের অভাবনীয় সাফল্য
মানিক চন্দ্র বাছাড়,শোভনালী :
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজের অভাবনীয় সাফল্য। জানা যায় ২০০৪ সালে সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন গাজীর প্রচেষ্টায় কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অতি সুনামের সহিত উপজেলা পর্যায়ে রেজাল্টের দিক দিয়ে প্রথম অথবা দ্বিতীয় স্থান অধিকার করে আসছে।কলেজ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় ছাত্র/ছাত্রীরা এখানে ভাল রেজাল্ট করে আসছে।কিন্তু সব চেয়ে দুঃখের বিষয় কলেজ শিক্ষকরা যে পরিশ্রম করে আমাদের ছেলে মেয়েদের পড়ায় তার উপযুক্ত পারিশ্রমিক আমরা তাদের দিতে পারি না। যাহাতে কলেজটি অতি দ্রুত এম.পি ভুক্ত হয় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর একান্ত দাবী। হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজের ২০০৪ সাল থেকে ২০১৭ সালের রেজাল্ট।আশাশুনি উপজেলা পর্যায়ে ২০০৪ সালে প্রথম,২০০৫ সালে দ্বিতীয়, ২০০৬ সালে প্রথম,২০০৭ সালে যশোর বোর্ডের ৪৯৭ টি কলেজের মধ্যে ষষ্ট,২০০৮ সালে উপজেলায় দ্বিতীয়,২০০৯সালে দ্বিতীয়, ২০১০ সালে প্রথম,২০১১সালে দ্বিতীয়,২০১২সালে তৃতীয়,২০১৩সালে প্রথম,২০১৪সালে দ্বিতীয়, ২০১৫সালে ১০৬ জন মধ্যে ৯২জন পাশ করে,২০১৬ সালে ৯০জনের মধ্যে ৯০জনই পাশ করে এবং ২০১৭ সালে ৭২জনের মধ্যে ৬৭ জন ছাত্র/ছাত্রী পাশ করে উপজেলায় প্রথম স্থান অধিকার করে।